X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মে ২০২৪, ০১:৩০আপডেট : ১০ মে ২০২৪, ০৯:৩২

চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

এখনও ডুবে যাওয়া প্রশিক্ষণ বিমান উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টিম।

চট্টগ্রাম সদরঘাট নৌ পুলিশের ওসি মো. একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডারের লাশ ময়নাতদন্ত শেষে তার বাবা ডা. মোহাম্মদ আমানউল্লাহর কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। এর আগে লাশের সুরতহাল সম্পন্ন করে নৌ পুলিশ।

সিএমপির পতেঙ্গা থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ নিহত হওয়ার ঘটনায় পতেঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটি উদ্ধার কাজ চলছে। তবে এখন পর্যন্ত বিমানটির অবস্থান নিশ্চিত করা যায়নি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসনিম আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা ৬ মিনিটে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ১০টা ২৮ মিনিটে প্রশিক্ষণ যুদ্ধবিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। বিমানটি কর্ণফুলীতে পড়ার আগে বিমানে থাকা দুই পাইলট প্যারাস্যুটের মাধ্যমে বের হন। দুই জনকে চট্টগ্রাম নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রাম বোট ক্লাবের কাছে ১১ নম্বর ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের বিপরীত পাশে এইচ এম স্টিল ফ্যাক্টরির সামনে কর্ণফুলী নদীতে এ বিমান দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুত করপোরেশনের তৈরি ইয়াক ১৩০ (ওয়াইএকে-১৩০) যুদ্ধবিমানটি সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধবিমান। বিমানটি ১৯৯৬ সালে প্রথম আকাশে উড্ডয়ন করে। এরপর ২০০২ সালে এটি রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়। ২০১৫ সালে এই যান প্রথম বাংলাদেশে আসে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত বৈমানিক আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ
অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার অ্যারাবিয়ার ১৯১ যাত্রী ও ৭ ক্রু
দুর্ঘটনায় পাইলট জাওয়াদের মৃত্যু, মানিকগঞ্জের বাড়িতে মায়ের আর্তনাদ
সর্বশেষ খবর
‘লক্ষাধিক টাকার ঘড়ি-সানগ্লাস পরে রিকশাচালকদের কষ্ট কীকরে বুঝবেন’
‘লক্ষাধিক টাকার ঘড়ি-সানগ্লাস পরে রিকশাচালকদের কষ্ট কীকরে বুঝবেন’
নিয়মিত অধিনায়ককে বিশ্রামে রেখে প্রোটিয়াদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ 
নিয়মিত অধিনায়ককে বিশ্রামে রেখে প্রোটিয়াদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ 
রিকশা ও অটোরিকশার সমাধান হতে হবে বাংলাদেশি মডেলেই
রিকশা ও অটোরিকশার সমাধান হতে হবে বাংলাদেশি মডেলেই
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড