৩০ টাকার বেগুন ৭০ টাকা, ব্যবসায়ীর কারাদণ্ড

আদালতরাঙামাটিতে ৩০ টাকা দামের এক কেজি বেগুন ৭০ টাকায় বিক্রি করায় এক ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৭ জুন) ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

জেলা প্রশাসনের বিশেষ বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত তবলছড়ি বাজারে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ক্রেতা সেজে তিনি বাজারে গিয়ে ৩০ টাকা দামের প্রতিকেজি বেগুন ৭০ টাকায় বিক্রি হচ্ছে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ব্যবসায়ী মো. সোহেলকে ৭ দিনের কারাদণ্ড দেন। এ সময় জেলা মার্কেটিং অফিসার মোশতাক আহমেদ উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘রাঙামাটির দুর্যোগকে কাজে লাগিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি অসাধু চক্র। জেলা প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।’

/এনআই/এসএমএ/