রাঙামাটিতে গ্যাস সিলিন্ডারের দাম বেশি চাওয়ায় অর্থদণ্ড





রাঙামাটিতে-গ্যাস-সিলিন্ডারের-দাম-বেশি-রাখায়-অর্থদণ্ডরাঙামাটি শহরের বনরূপা বাজারে গ্যাস সিলিন্ডারের নির্ধারিত দামের চেয়ে ৩৫০ টাকা বেশি চাওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৮ জুন) রাত ৮ টায় কাজল অ্যান্ড ব্রাদার্সের মালিক কাজল দেকে ৫ হাজার টাকা দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্যোগের কাজে রাঙামাটিতে দায়িত্বপ্রাপ্ত সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই দুর্যোগের সুযোগ নেওয়ার চেষ্টা করছেন কিছু ব্যবসায়ী। জেলা প্রশাসনের মনিটরিংয়ের কারণে বাজার এখন স্থিতিশীল।’
প্রতিটি বাজারে ম্যাজিস্ট্রেটদের মোবাইল নম্বর দেওয়া আছে উল্লেখ করে সোহেল রানা বলেন, ‘ভোক্তারা যেকোনও সময় অভিযোগ দাখিল করতে পারেন।’
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা, সৈয়দ মাহবুবুল হক ও জেলা মার্কেটিং অফিসার মোশতাক আহমেদ উপস্থিত ছিলেন।
/এনআই/

আরও পড়ুন
রাঙামাটিতে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

৩০ টাকার বেগুন ৭০ টাকা, ব্যবসায়ীর কারাদণ্ড