ঝিনাইদহে চারটি খাবার দোকানকে জরিমানা





ঝিনাইদহের ঘরোয়া রেস্তোরাঁঝিনাইদহে ঘরোয়া রেস্তোরাঁসহ চারটি খাবার দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জুন) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ দণ্ড দেন।

জাফর সাদিক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।’

অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে জাফর সাদিক বলেন, ‘অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণে অপরাধে ঘরোয়া রেস্তোরাঁ অ্যান্ড ফাস্টফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় চড়া মূল্যে ইফতারি বিক্রির অভিযোগে দুইটি হোটেল ও একটি মিষ্টির দোকানকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

/এনআই/