চট্টগ্রাম বন্দরের অদূরে আটকা পড়েছে বিদেশি জাহাজ




আটকে পড়া এমভি ওশেন ফনিক্স জাহাজ। ছবি- প্রতিনিধিতলা ফুটো হয়ে সিমেন্টের ক্লিংকারবাহী একটি বিদেশি জাহাজ চট্টগ্রামের ফৌজদারহাট উপকূলে বে টার্মিনালের চরে আটকা পড়েছে। সিঙ্গাপুরের নিবন্ধিত ‘এমভি ওশেন ফনিক্স’ জাহাজটিতে ৪৫ হাজার টন সিমেন্ট ক্লিংকার রয়েছে বলে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

জাফর আলম বলেন, জাহাজটির একাংশে পানি ঢুকে পড়েছে। তবে জাহাজটি বন্দরের মূল চ্যানেলের বাইরে আটকা পড়ায় বন্দরে জাহাজ চলাচলের পথে কোনো ব্যাঘাত ঘটছে না।

চট্টগ্রাম বন্দরের সদস্য জাফর আলম বলেন, ‘আমরা জাহাজের মালিক পক্ষকে এটি সরিয়ে নিতে বলেছি। দ্রুত পণ্য খালাস করে উদ্ধারকাজ শুরু করার জন্য বন্দর থেকে জাহাজ মালিকপক্ষকে চিঠি দেওয়া হবে।’
আটকে পড়া এমভি ওশেন ফনিক্স জাহাজ। ছবি- প্রতিনিধিবন্দর সূত্র জানায়, গত শুক্রবার বন্দর জলসীমায় পৌঁছে এমভি ওশেন ফনিক্স। শনিবার (২৪ জুন) সকালে স্রোতের টানে জাহাজটির নোঙর মাটি আঁকড়ে ধরে রাখতে না পেরে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে এটি পানামার পতাকাবাহী ‘এমভি গ্রিন ফনিক্স’ জাহাজকে ধাক্কা দেয়। এতে জাহাজের একপাশ ফুটো হয়ে যায়। পরে নোঙর ছিঁড়ে গিয়ে সাগরে পড়ে যায়। এতে জাহাজের পাঁচ নম্বর হ্যাচে (পণ্য রাখার স্থান) পানি ঢুকে পড়ে। ওই স্থানে থাকা ৯ হাজার ২০০ টন ক্লিংকার ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনাস্থলে পানির গভীরতা কম থাকায় জাহাজটি ডুবে যায়নি।
/এনআই/