রাজবাড়ীতে হোপ এর ঈদবস্ত্র বিতরণ

 

RAJBARI HOPE NEWS 24 JUN

‘মানুষ মানুষের জন্য-মানুষই পারে-আর একটি মানুষকে,সহায়তা করতে’-এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও অসহায়, দুস্থ ও প্রতিবন্ধি মানুষের মাঝে পবিত্র ঈদের নতুন পোশাক বিতরণ করেছে হেল্পফুল অরগানাইজেশন ফর দ্য পিপুল (হোপ) নামে ছাত্রদের একটি সংগঠন।

শনিবার (২৪জুন) সকাল ১১টায় পৌর ইংলিশ মার্কেট এর ২য় তলায় হোপের অস্থায়ী কার্যালয়ে রে কম্পিউটার ট্রেনিং সেন্টারের সৌজন্যে অর্ধ শতাধিক নারী পুরুষের মাঝে, শার্ট, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ও থান কাপড় বিতরণ করে সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক মো. আসাদুল্লাহ সহ হোপের সদস্যরা। সংগঠনের সভাপতি গোলাম রব্বানী জানান,যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতে সকলে হোপের সাথে থাকবেন এই কামনাই করি। এবারে যারা সহায়তা করেছেন তারা হলেন- মোঃ আবু ছায়েদ শওকত, রোভার বাবু, ঈস্পিতা বিশ্বাস, নুরুননাহার রুপা, গোলাম কাদির চৌধুরী, রিপা খানম মিদুলা, রোবায়েত হোসেন, কিশোর হৃদয়, ফুজি কালার ল্যাব, মোস্তাফিজুর রহমান মামুন, শেখ মোহাম্মদ মিলন,রোভার আমিন, আসাদুল্লাহ, গোলাম রব্বানী, রে কম্পিউটার সহ হোপের অনান্য সদস্যরা।

২০১৩ সাল থেকে হোপের সদস্যরা বিভিন্ন মানুষের সহযোগীতা সংগ্রহ করে অহসায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে ঈদ বস্ত্র, শীতবস্ত্র, রক্তদান, ভর্তি, ফরম ফিলআপ, অসহায় মেধাবী ছাত্র/ছাত্রীর বৃত্তি প্রদান, অপারেশন, ঔষধ,চিকিৎসা সেবা ঘর নির্মাণে সহযোগীতা সহ নানা বিষয়ে কাজ করে আসছে।

/এমএইচ/