রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজবাড়ী

রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী রেলওয়ে ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। গত ১২ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় জানানো হয়, পুরুষের পাশাপাশি নারীদের ঈদের নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে। এজন্য ঈদগাহ ময়দানের দক্ষিণ পাশে আলাদা পর্দা টানিয়ে নারীদের নামাজের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃষ্টি বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগ হলে পৃথকভাবে দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শহরের অন্যান্য জামাত সুবিধামত সময়ে এলাকাভিত্তিক মসজিদ বা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মুসুল্লিদের জান-মালের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

সরেজমিনে দেখা গেছে, ঈদগাহ ময়দানে ওজুর পানির ব্যবস্থা, ময়দান সুসজ্জিতকরণ ও তোরণ নির্মাণ করা হয়েছে।

/এমএ/