নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

নিজ এলাকায় ঈদের নামাজ পড়ছেন মাশরাফিনিজ এলাকা নড়াইলে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস খ্যাত’ মাশরাফি বিন মর্তুজা। সোমবার সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন মাশরাফি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই তারকা।

ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন মাশরাফিএদিন ঈদের নামাজ পড়ার জন্য ভোর থেকে প্রস্তুতি নিতে থাকেন মাশরাফি বিন মর্তুজা। নড়াইল শহরের সরকারি বালক বিদ্যালয়ের মাঠে জেলার প্রধান জামায়াতে নামাজ আদায় করেন তিনি। তার সঙ্গে ছিলেন মাশরাফির ছেলে সাহেল মাশরাফি। বাবার পাশে বসে ছোট শিশুটি সবার দিকে হাসিমুখে তাকাচ্ছিল।

মাশরাফি-১এ সময় নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা জেলার এই প্রধান জামায়াতে নামাজ আদায় করেন।

ঈদের আনন্দ পিতামাতা, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও নড়াইলে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে রবিবার সকালে জন্মস্থান নড়াইলে পৌঁছান

মাশরাফিমাশরাফি। নড়াইলে আসার পর থেকেই শহরের আলাদতপুরে মামার বাড়িতে ওঠেন। পরে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নড়াইলসহ দেশের বিভিন্নস্থান থেকে মাশরাফির ভক্তরা আসতে শুরু করেন। প্রিয় মাশরাফিকে এক নজর দেখার জন্য মামা নাহিদ হোসেনের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা। প্রিয় এই তারকাকে এক নজর দেখে ও তার সঙ্গে সেলফি তুলতে পেরে আনন্দে আত্মহারা ভক্তরা।

/এসএনএইচ/