গাছের সঙ্গে চান্দের গাড়ির ধাক্কা, নিহত বেড়ে ৪, আহত ২৫

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যাওয়া চান্দের গাড়ি (ছবি- বান্দরবান প্রতিনিধি)

বান্দরবানের লামা উপজেলায় গাছের সঙ্গে চান্দের গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন শিশুসহ মোট চারজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন; এর মধ্যে বেশিরভাগের অবস্থা গুরুতর। সোমবার (২৬ জুন) দুপুরে লামার মিরিঞ্জা পর্যটন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।



ঘটনাস্থলে নিহত তিন শিশুর বাড়ি বান্দরবানের আলিকদম উপজেলায়। এরা হলো শরীফ (১৫), জাহিদুল (১২) ও হারুন (১৪)। নিহত অন্যজনের নাম মঞ্জুরুল আলম (৪২)। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাদ্বেরাসাপাড়ার হুলায়। তিনি মৃত আজিজুর রহমাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) দুপুরে চান্দের গাড়িটি অতিরিক্ত যাত্রী নিয়ে আলিকদম থেকে কক্সবাজারের চকরিয়া যাচ্ছিল। গাড়িটি মিরিঞ্জা পর্যটন এলাকার কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি বড় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন শিশু নিহত হয়। স্থানীয়রা হতাহতদের সবাইকে অন্য এক গাড়িতে করে চকরিয়া হাসপাতালে পাঠায়।
রফিক নামে প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, 'গাড়ির ভেতরে, প্রবেশ পথে ও ছাদের ওপর মিলিয়ে মোট ৫৬ জন যাত্রী ছিল। দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে চালক গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।'
চকরিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক। তাই তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ওসি আনোয়ার হোসেন বলেন, 'দুর্ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে আসি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা করছি।'
/এমএ/এনআই