হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া দুই যান (ছবি- হবিগঞ্জ প্রতিনিধি)

হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ জুন) বিকালে সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিকান্দর আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকার আব্দুল আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৩৫) ও এ দম্পতির ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র উমর আলী (১০) এবং একই উপজেলার বানুদেব গ্রামের তৌহিদ মিয়ার ছেলে তজম্মুল আলী (২৫)।তজম্মুল আলী সিএনজি চালিত অটোরিকশাটির চালক। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, বুধবার বিকালে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার সদরঘাট এলাকায় গোপলার বাজার থেকে নবীগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা-ছেলেসহ তিন জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, ঘটনার পর স্থানীয়রা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের মধ্যস্ততায় তারা অবরোধ প্রত্যাহার করে।

এসআই সিকান্দর আলী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

/এমএ/