রাঙামাটিতে যান চলাচল স্বাভাবিক

রাঙামাটিরাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় যান চলাচল শুরু হয়েছে। রাঙামাটি সওজের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন দ্রুত রাস্তাটি পরিষ্কার করে।

রাঙামাটিতে রবিবার (২ জুলাই) রাত থেকে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের কারণে আবার পাহাড় ধসের ঘটনা ঘটে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে।

জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানার পর জেলা প্রশাসন থেকে রবিবার সন্ধ্যার পর থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। এরপর প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে যা এখনও অব্যাহত আছে। কয়েকটি আশ্রয়কেন্দ্রে নতুন করে কিছু আতঙ্কিত মানুষ আসছে। যারা আবার সকালে চলে গেছে। এই পর্যন্ত কোনও হতাহতের খবর জানা নেই।

উল্লেখ্য,গত ১৩ জুন নজিরবিহীন পাহাড়ধসে একমাত্র রাঙামাটিতেই ১২০ জন মানুষ মারা যান। আহত হয়েছিলেন অন্তত দুই শাতাধিক, যাদের অনেকে এখনও চিকিৎসাধীন আছেন।

/এনআই/