চট্টগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

চট্টগ্রামবিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় দৈনিক সমকালে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে রাঙ্গুনিয়া উপজেলার দুই ইউনিয়ন চেয়ারম্যানকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে উল্লেখ করার অভিযোগ এনে প্রতিবেদকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা করেছে এক ইউপি চেয়ারম্যান।

গত রবিবার রাতে রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হাছান মাহমুদের অনুসারি স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় দৈনিক সমকালের জেষ্ঠ্য প্রতিবেদক তৌফিকুল ইসলাম বাবরকে আসামি করা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ‘গত ২২ জুন দৈনিক সমকালে প্রকাশিত ‘খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার’ শিরোনামে প্রতিবেদনে বাদি এবং স্থানীয় রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলার অভিযোগ এনে তিনি এ মামলাটি দায়ের করেন।’

এদিকে প্রকাশিত প্রতিবেদনের জের ধরে তৌফিকুল ইসলাম বাবরের নামে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজেএ) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা এ নিন্দা জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন।

বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ আরও কয়েকজন সাংবাদিক নেতারা সই করেন।

/এসএনএইচ/