নেত্রকোনায় ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

নেত্রকোনানেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচালিত পৃথক দুটি সরকারি ব্যাংক হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউএনও নমিতা দে বাদী হয়ে অফিস সহকারী আতিকুল ইসলামের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, ‘মামলাটি পুলিশ সুপারের মাধ্যমে উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহ অঞ্চলে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় ২ জুলাই অভিযুক্ত আতিকুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

মামলার বিবরণে জানা যায়, পূর্বধলা উপজেলার সাবেক নিবার্হী অফিসার নূর হোসেন সজলের সময়ে সোনালী ব্যাংক পূর্বধলা শাখায় উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিচালিত দুটি চলতি হিসাব থেকে সাতটি চেকের মাধ্যমে এ অর্থ উত্তোলন করা হয়। বিভিন্ন সময় ই্উএনও’র স্বাক্ষরের পর চেকের ফাঁকা স্থানে অতিরিক্ত টাকার অংক বসিয়ে অফিস সহকারী আতিকুল ইসলাম খান ওই সরকারী টাকা অত্মসাৎ করেছে বলে অভিযোগে বলা হয়।

পূর্বধলা উপজেলার বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নমিতা দে বলেন, ‘অফিসের সাতটি চেকের মুড়িতে লিখিত টাকার পরিমাণের সঙ্গে ব্যাংকের হিসাবের অমিল থাকায় ব্যাংক থেকে ওই চেকগুলোর ছায়ালিপি উত্তোলন করে নিশ্চিত হয়েছি যে, অফিস সহকারী চেকের ফাঁকা স্থানে অতিরিক্ত টাকার অংক বসিয়ে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছে।’

/এএইচ/এসএমএ/