আচার খেয়ে ১২ স্কুলশিক্ষার্থী অসুস্থ

নেত্রকোনাআচার খেয়ে নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের ছদ্দু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তাদের ভর্তি করানো হয়। ছদ্দু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ও সহকারী শিক্ষিকা হোসনে আরা বেগম এ তথ্য জানান।

এই দুই শিক্ষক জানান, ‘স্কুলে আসার পর তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা স্কুলের পাশে রাস্তার ধারে বাবুল হক নামের এক দোকানির কাছ থেকে আচার কিনে খায়। এর কিছুক্ষণের মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়ে। কয়েকজনের পাতলা পায়খানা শুরু হয়। আচারগুলো খোলা ছিল। বাবুল হকই সেগুলো তৈরি করেছিল।’

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. এ. কে. এম আব্দুল্লাহ্ আল মামুন জানান, ‘ভেজাল আর মেয়াদোত্তীর্ণ আচার খাওয়ার কারণে এমনটা হতে পারে। শিশুদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অসুস্থ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণার বাবা পল্লী চিকিৎসক কামরুল হাসান সবুজ বলেন, ‘যারা ব্যবসার নামে ভেজাল খাদ্য বিক্রি করে কোমলমতি শিশুদের জীবন নিয়ে জুয়া খেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’ তিনি বিক্রেতার শাস্তি চেয়ে প্রশাসনের কাছে ভেজাল খাদ্য ধরতে নিয়মিত বাজার মনিটরিং করারও দাবি করেন।

অসুস্থ শিশুরা হলো তৃতীয় শ্রেণির ইয়ামিন, সিফাত, শামীম, সাব্বির, নোবেল, আশিক, তুর্জয় ও চতুর্থ শ্রেণির মণি, সোনিয়া, সুবর্ণাসহ ১২ জন। তাদের বাড়ি চল্লিশা ইউনিয়নে।

চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জব্বার ফকির বলেন, ‘এলাকার যেসব শিক্ষা তিষ্ঠানের সামনে এসব খোলা খাবারের দোকান বসে, সেগুলোর বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এনআই/