জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি



জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বুধবার এই পয়েন্টে পানি ছিল বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপরে।

নতুন করে পানি বাড়ায় জেলার বকশীগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মোট সাতটি উপজেলার ৪৪টি ইউনিয়নে দুই লাখের অধিক মানুষ পানিবন্দি হয়ে আছে বলে জানায় পাউবো। এছাড়া বন্যার কারণে ২২১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানানো হয়।
এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৩০ মেট্রিক টন চাল, তিন হাজার ২০০ প্যাকেট শুকনো খাবার ও নগদ আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এএইচ/