মামার কান কাটলো ভাগ্নে

বগুড়াবগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাগ্নের বিরুদ্ধে মামা আবু তাহেরের (৪৫) বাম কান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত সোমবার রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ক্ষুদ্রপিরহাটী গ্রামে সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। গ্রামবাসীরা জড়িত দুই ভাগ্নেকে আটক করে পুলিশে দেন। অপর মামা মঙ্গলবার দুপুরে ধুনট থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার দুই ভাগ্নেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে রেজাউল করিম (২৮) ও আবদুর রশিদ (২৫)।

পুলিশ ও স্বজনরা জানান, ১২ শতক জমির ভাগবাটোয়ারা নিয়ে গ্রামের এলাহী বক্সের ছেলে আবদুস সামাদ ও আবু তাহেরের সঙ্গে বোনের দুই ছেলে রেজাউল করিম ও আবদুর রশিদের বিরোধ চলছিল। গ্রামবাসীরা মিমাংসা করতে সোমবার রাত ১১টার দিকে সামাদের বাড়িতে বৈঠকে বসেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাগ্নেদের ধারালো অস্ত্রের আঘাতে মামা আবু তাহেরের বাম কান বিছিন্ন হয়ে যায়। এ সময় বৈঠকে উপস্থিত মুরুব্বিরা দুই ভাগ্নে রেজাউল করিম ও আবদুর রশিদকে আটক করে পুলিশে দেন। আহত আবু তাহেরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামা আবদুস সামাদ মঙ্গলবার দুপুরে দুই ভাগ্নেসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

/এসএনএইচ/