যাত্রা প্যান্ডেল ও জুয়ার আসর থেকে আটক

গাজীপুরে ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড







সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম। ছবি-প্রতিনিধিগাজীপুরে যাত্রা প্যান্ডেল ও জুয়ার আসর থেকে আটক ১৩ নারীসহ ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। নৃত্যের প্যান্ডেল ও জুয়ার আসর পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট রাহেনুল ইসলাম এবং র‌্যাব-১র পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বনবিলাস হোটেলের পেছনে অভিযানটি পরিচালিত হয়। দীর্ঘদিন থেকে ওইস্থানে অশ্লীল নৃত্যের প্যান্ডেল ও জুয়ার আসর চলে আসছিল।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই আসর পরিচালনাকারী গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকার হেলাল উদ্দিনসহ (৫০) ২১ জুয়াড়ি ও সহযোগী এবং অশ্লীল নৃত্য ও সঙ্গীত পরিবেশনকারী ১৩ নারীকে আটক করা হয়। জুয়ার আসর পরিচালনার কাজে ব্যবহৃত ১৯টি মোবাইল, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, এবং জুয়ার আসরের মোট ৮৯ হাজার ২৫৪ টাকা জব্দ করা হয়। পরে অশ্লীল নৃত্যের প্যান্ডেল ও জুয়ার আসর ভেঙে সেগুলোতে অগ্নিসংযোগ করা হয়। ভ্রাম্যমাণ আদালত ৩৩ জনকে এক মাস করে এবং বিউটি বেগম নামে এক নারীকে ৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট রাহেনুল ইসলাম, র‌্যাব-১ এর উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হানিফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ্ ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রট কুদরত-ই-খুদা প্রমুখ।

/এনআই/