চা-দোকানিকে মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

দুই পুলিশের মাঝে গ্রেফতার হওয়া ইউপি সদস্য বশির আহম্মেদ (ছবি- প্রতিনিধি)

চা-দোকানিকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ডের সদস্য বশির আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তের দায়িত্বে থাকা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাছান জয় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, সম্প্রতি আনন্দপুর গ্রামের শফিকুল ইসলাম খোকন নামে এক চা-দোকানিকে মারধরের অভিযোগে বশির আহম্মেদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, ২৬ জুন সকাল ১১টার দিকে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী জিলানীর বাবা রফিকুল ইসলাম নাস্তা খেতে খোকনের দোকানে আসে। এসময় জিলানী পারিবারিক বিষয় নিয়ে তার বাবা রফিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তখন চা-দোকানি খোকনসহ স্থানীয়রা জিলানীকে সেখান থেকে সরে যাওয়ার জন্য চাপ দেন। এতে সে উত্তেজিত হয়ে খোকনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে জিলানী ইউপি সদস্য বশির ও তার সহযোগী বোরহান উদ্দিন (৩০), স্বপনসহ (২৬) ৮-১০ জনকে সঙ্গে নিয়ে খোকনকে বেদম লাঠিপেটা ও পরে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. সেকান্দর আলী বলেন, ‘বশিরের গ্রেফতার হওয়ার খবর শোনেছি। সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

এসআই নাজমুল হাছান জয় জানান, খোকনের দায়ের করা মামলায় বশিরকে গ্রেফতার করা হয়েছে। বশিরের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজিসহ বেশ কিছু অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

/এমএ/