ফলদ-বনজ গাছ রোপণের আহ্বান শিল্পমন্ত্রীর

ঝালকাঠিতে এক অনুষ্ঠানে আমির হোসেন আমু (ছবি- প্রতিনিধি)

রোগবালাই নিয়ন্ত্রণ ও পুষ্টি চাহিদা পূরণের জন্য ফলদ ও বনজ গাছ রোপণের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার (২২ জুলাই) দুপুরে ঝালকাঠি শহরের শিল্পকলা মিলনায়তনে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, চেম্বার সভাপতি মাহবুব হোসেনসহ অনেকেই উপস্থিত ছিল।

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা ও সফল মাছচাষিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশ আছে, যাদের একটি মাত্র সম্পদ রয়েছে। কিন্তু আমাদের রয়েছে চার সম্পদ, আর তা হলো পাট, চা, চামড়া ও মাছ।

তিনি আরও বলেন, ‘একসময় কৈ, শিং ও মাগুর ছিল রোগীর পথ্য। ব্যবস্থাপত্রে উল্লেখ করে রোগীদের এ মাছগুলো খাওয়ার পরামর্শ দিতেন চিকিৎসকরাও। সেই সময় ফিরিয়ে আনতে হবে। এজন্য বেদখল হওয়া পুকুর-জলাশয় দখলমুক্ত করে সেখানে দেশীয় মাছ চাষ করতে হবে।’ পুকুর বা জলাশয় খননেও সরকারিভাবে সহায়তা করা হবে বলেও জানান মন্ত্রী।

পরে মন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

/এমএ/