৩ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩১

গ্রেফতার

ঝিনাইদহ, রাজবাড়ী ও গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই ১৩১ জনকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম (পিপিএম) ও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের বরাতে আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার ছয় উপজেলা থেকে মাদকদ্রব্যসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সদর থেকে ২২ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, শৈলকুপা থেকে ৫ জন, কালিগঞ্জ থেকে ১৬ জন, মহেশপুর থেকে ৩ জন, কোটচাঁদপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় পৃথক পৃথক মামলা রয়েছে।

পুলিশ সুপার সালমা বেগমের (পিপিএম) বরাতে আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, এ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সবার বিরুদ্ধেই মামলা রয়েছে, এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

ওসি সেলিম রেজার বরাতে আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদর থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ১৩ জন, মুকসুদপুর থেকে ৭ জন, কোটালীপাড়া থেকে ৩ জন, কাশিয়ানী থেকে ২ জন ও টুঙ্গিপাড়া থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নিয়মিত ও মাদক মামলার আসামি বেশি।

/এমএ/