গোপালগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

আহত শাহীন মুন্সি (ছবি- প্রতিনিধি)

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মা ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ জুলাই) বিকালে সদর উপজেলার উরফি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আহত শাহীন মুন্সি (৪৫) ও তার মা রহিমা বেগম (৬৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রহিমা বেগম (ছবি- প্রতিনিধি)

শাহীন জানান, আজ (শনিবার) তার পৈতৃক জায়গায় একটি ঘর তোলার কাজ শুরু করেন তিনি। এসময় উপজেলার উরফি পশ্চিমপাড়া গ্রামের বিল্লাল মুন্সি, লিটু মুন্সি ও ওলী মুন্সি ঘর তোলার কাজে বাধা দেন। বিল্লাল মুন্সি, লিটু মুন্সি ও ওলী মুন্সির দাবি, শাহীনের পৈতৃক জায়গায় তাদের জমি আছে। তাই ওখানে ঘর তুলতে হলে তাদের ৪০ হাজার টাকা দিতে হবে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লাল মুন্সির লোকজন শাহীন মুন্সির ওপর হামলা চালায় এবং শাহীন ও তার মাকে কুপিয়ে জখম করে। পরে মারাত্মক আহত অবস্থায় শাহীন ও তার মাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ওসি মো. সেলিম রেজা বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/