সোনারগাঁয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে রাবেয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী তপুর (৩৪) বিরুদ্ধে। শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার সোনারগাঁ পৌরসভার চিলারবাগে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

নিহত রাবেয়া আক্তার মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে। আর তার স্বামী তপু সোনারগাঁও পৌরসভার চিলারবাগ গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নিহত রাবেয়া আক্তারের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী তপু পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে তপুর সঙ্গে রাবেয়া আক্তারের বিয়ে হয়। এ দম্পতির তানিম (৬) ও তানভীর (৩ মাস) নামে দু’টি ছেলে রয়েছে।

নিহতের মা রাহিমা খাতুনের অভিযোগ, ‘বিয়ের সময় তপুর ব্যবসার কথা চিন্তা করে তাকে নগদ দুই লাখ টাকা দেওয়া হয়। দুই বছর যেতে না যেতে তপু রাবেয়াকে আরও টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। এমনকি, টাকা না এনে দিলে রাবেয়াকে তালাক দেওয়ারও হুমকি দেয় তপু। শুক্রবার (২১ জুলাই) রাতে চিলারবাগ এলাকার ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার ভোরে তপু রাবেয়াকে বেদম মারধর করে। এক পর্যায়ে রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যার পর তপু পালিয়ে যায়। ঘটনার পর নিহতের বড়ছেলে তানিমের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে দেখেন, রাবেয়ার লাশ খাটের ওপর পড়ে রয়েছে।  খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।’

এসআই তানভীর আহমেদ জানান, ‘গৃহবধূর মুখমণ্ডল নীল ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ অভিযোগে নিহতের মা রহিমা খাতুন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

/এমএ/