মেহেরপুরে জঙ্গি সন্দেহে আটক শিশুসহ ২ নারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

ছাড়া পেয়েছেন জঙ্গি সন্দেহে আটক শিশুসহ দুই নারী মেহেরপুরের গাংনীতে জঙ্গি সন্দেহে আটক মা মাবিয়া,মেয়ে রজনী এবং রজনীর দুই শিশু সন্তানকে  জিজ্ঞাসা শেষে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার রাত ১০টার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ছেড়ে দেওয়া হলেও তাদের ওপর নজরদারী করা হবে।’

জানা গেছে, আটক রজনী খাতুনের স্বামী আব্বাস উদ্দিন ১৫/২০ বছর যাবৎ গাংনীর বামুন্দি বাজারে কাপড়ের ব্যবসা করেন। তার এক ভাই শ্বশুরসহ বেশ কযেকজন আত্মীয় সৌদি আরবে চাকরি করেন। তারা আওয়ামী লীগ পরিবারের সদস্য বলে জানান গাংনী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হাবিবর রহমান লিখন।

এদিকে বিষয়টি নিশ্চিত না হয়ে দু’জন নিরীহ নারী ও শিশুদের জঙ্গি সন্দেহে আটক এবং মিডিয়ায় তাদের ছবি প্রকাশ করায় এলাকাবাসী প্রথমে ক্ষোভ প্রকাশ করেছে। পরে তাদের ছেড়ে দেওয়ায় এলাকাবাসী পলিশের ওপর সন্তোষ প্রকাশ করে বলে জানান আওয়ামী লীগ নেতা হাবিবর রহমান লিখন।

উল্লেখ্য, মেহেরপুরের গাংনী উপজেলার  বামন্দিতে জঙ্গি আস্তানা সন্দেহে এক সৌদি প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে মাবিয়া ও রজনী নামের ওই দুই নারীকে দুটি সন্তানসহ আটক করেন  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০ টার সময় থেকে ওই বাড়িটি ঘিরে  রাখেন পুলিশের সদস্যরা।

/এপিএইচ/

আরও পড়ুন: 

মেহেরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে প্রবাসির বাড়ি তল্লাশি, দুই শিশু ও দুই নারী আটক