লালমনিরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি আটক

লাশ উদ্ধারলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সদরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। কালীগঞ্জ থানায় এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। থানার উপ-পরিদর্শক(এসআই) রাজু আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২৪ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলার সদরের কাছে বিধুয়ামাল্লী সেতুর নিচ থেকে হোসনে আরা (২৬) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী জোবায়দুল ইসলাম পলাতক রয়েছেন। আটক করা হয়েছে গৃহবধূর শ্বশুর আব্দুস ছাত্তার (৫৮) ও শাশুড়ি জোবেদা বেগমকে (৫২)।

এলাকাবাসী, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হোসনে আরা উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার জোবায়দুল ইসলামের স্ত্রী। জোবায়দুল চা বিক্রেতা। প্রায় আট বছর আগে একই এলাকার হোসেন আলীর মেয়ে হোসনে আরার সঙ্গে আব্দুস ছাত্তারের ছেলে জোবায়দুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রবিবার (২৩-জুলাই) রাতে হোসনে আরাকে মারধর করেন জোবায়দুল ইসলাম।

উপ-পরিদর্শক(এসআই) রাজু আহম্মেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে— রবিবার (২৩ জুলাই) রাতের যেকোনও এক সময় হোসনে আরাকে হত্যা করে পার্শ্ববর্তী সেতুর নিচে মরদেহ ফেলে পালিয়ে যায় স্বামী। স্থানীয় লোকজন সেতুর নিচে মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

/এসএমএ/