দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগ সবসময় অগ্রসর ছিল: ফারুক খান

গোপালগঞ্জে এক অনুষ্ঠানে মুহাম্মদ ফারুক খান (ছবি- প্রতিনিধি)

ছাত্রলীগ নেতাকর্মীদের মনযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। তিনি বলেছেন, ‘তোমরা লেখাপড়া করে জ্ঞানার্জন করে আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগ সব সময় এগিয়ে ছিল, আগামীতেও এ ঐতিহ্য বজায় রাখতে হবে। শিক্ষিত হয়ে তোমরাই আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে ধরবে। ভিশন-২০২১ বাস্তবায়নে তোমাদের কাজ করতে হবে।’

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর সংগঠন, প্রধানমন্ত্রীর একান্ত কাছের সংগঠন, আজকের সম্মেলনে তোমরা যারা উপস্থিত আছো, তাদের এটা জানতে হবে। ২০০১ সালে বিএনপি যে জ্বালাও-পোড়া আন্দোলন করেছে, সে সময় ছাত্রলীগকে পাশে পেয়েছি। আগামীতেও যদি প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোনও আন্দোলন করতে হয়, আমরা ছাত্রলীগকে পাশে পাবো। এজন্য ছাত্রলীগকে সদা প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ছাত্রদলের নেতাকর্মীকে সন্ত্রাস ও চাঁদাবাজি করতে শিখিয়েছে। বিএনপি জাতিকে শিক্ষিত করতে চায় না, জাতিকে বিশ্বের দরবারে উচ্চস্থানে দাঁড় করাতে চায় না।’

বিদায়ী ছাত্রনেতাদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘তোমরা এতদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছো, অনেক আত্মত্যাগ আছে তোমাদের। তোমাদের জন্য সহমর্মিতা রইল। আর নতুনদের জন্যও শুভকামনা রইল।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. উম্মে রাজিয়া কাজল, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, কাজী এনায়েত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম খান, ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আরিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ অনেকে। এর আগে মুকসুদপুর ঈদগাহ মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ।

/এমএ/