পঞ্চগড়ে ভোটার তালিকা হাল নাগাদ শুরু

রংপুর

পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় মঙ্গলবার (২৫ জুলাই) থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে তারা এবার ভোটার হতে পারবেন। আর যারা মৃত্যুবরণ করেছেন ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।’

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জেলায় ৩শ ৫১ জন তথ্য সংগ্রহকারী ও ৭১ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তথ্য সংগ্রহ শেষে আগামী ২৫ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে গিয়ে ছবি ও আঙ্গুলের ছাপ নিতে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রথম রেজিস্ট্রেশন শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্য উপজেলায় রেজিস্ট্রেশন শুরু হবে।

এএইচ/