হিলি স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের বৈঠক

হিলিতে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের বৈঠক

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল করাসহ বন্দরের বিরাজমান সমস্যা দূর করতে দু’দেশের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বহস্পতিবার বিকেল ৪টা থেকে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাবপিলারের পাশে বিজিবি চেকপোস্টের কাছে।

এর আগে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলটি সীমান্তের শূন্যরেখায় এলে বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়। বৈঠক শেষে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলটি একই পথ দিয়ে দেশে ফিরে যান।

বৈঠকে ভারতের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ভারতীয় এক্সপোর্টারস অ্যান্ড সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বনু মজুমদার। আর বাংলাদেশি ব্যবসায়ী দলটির নেতৃত্বে ছিলেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ। এছাড়াও বৈঠকে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বৈঠকে উপস্থিত ছিলেন।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে চলমান আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রমকে আরও গতিশীল করতে বন্দরের উভয়পাশের বিরাজমান সমস্যাগুলো দূর করার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

/টিএন/