ট্রলার ডুবিতে নিখোঁজ ৪ জেলের সন্ধান মেলেনি ৬ দিনে

ট্রলার ডুবিভোলার চরফ্যাশনে মেঘনায় ঝড়ের কবলে পড়ে  ট্রলারডুবির ছয় দিন পরেও সন্ধান মেলেনি নিখোঁজ চার জেলের। শুক্রবার (২৮ জুলাই) বিকাল পর্যন্ত তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতার দাবি জানানো হয়েছে।
গত রোববার (২৩ জুলাই) রাতে ভোলার মনপুরা উপজেলার চরনিজাম সংলগ্ন মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৫ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এ সময় ১১ জনকে উদ্ধার করা গেলেও চার জেলেকে খুঁজে পাওয়া যায়নি। এরা হলেন— চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের কামাল মাঝি, বাচ্চু, আকাশ ও সাইফুল। ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাসনের ঢালচর সংলগ্ন সাগর থেকে ২৪ জুলাই সকালে উদ্ধার করা হয়।
চরফ্যাসন সামরাজ এলাকার বাসিন্দা নিখোঁজ জেলে কামাল মাঝির বাবা শাহে আলম জানান, গত ছয় দিন ধরে তারা বিভিন্ন উপায়ে সাগরকুলে ছেলের সন্ধানে হন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার চার সন্তান ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে। একই অবস্থা অন্যান্য জেলের পরিবারেরও।

শাহে আলম বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের কোনও খোঁজ-খবর নেননি।’

কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অপারেশন অফিসার লে. দেবায়ন চক্রবর্তী জানান, নিখোঁজদের উদ্ধার তৎপরতার ব্যাপারে স্থানীয় জেলেদের সঙ্গে কোস্টগার্ড সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।’ উদ্ধার কাজে তাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার কথাও জানান তিনি।

/এসএমএ/