আগৈলঝাড়ায় কুকুরের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে নয়ন হাওলাদার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক বকতিয়ার আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

নয়ন হাওলাদার উত্তর শিহিপাশা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। সে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনদের বরাতে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল সূত্র জানায়, তিন মাস আগে একটি পাগলা কুকুর নয়ন হাওলাদারকে কামড়ে দেয়। এ ঘটনার পর নয়নের পরিবার তাকে কোনও বিশেষজ্ঞ ডাক্তার না দেখিয়ে গ্রাম্য কবিরাজদের দেখান। এর কিছুদিন পর থেকে নয়ন অস্বাভাবিক আচরণ শুরু করে। বৃহস্পতিবার বিকালে গুরুতর অবস্থায় নয়নকে উপজেলা হাসপাতালে আনা হলে জলাতঙ্ক রোগী হিসেবে তাকে ভর্তি করা হয়। কিন্তু রাতেই অবস্থার অবনতি হলে হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহাবুব হাসান নয়নকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শুক্রবার সকালে স্বজনরা নয়নকে শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

/এমএ/