বগুড়ায় ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন: শ্রমিকলীগ নেতা তুফান বহিষ্কার

বগুড়ায় ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের মামলায় চার আসামি গ্রেফতার (ফাইল ছবি)

বগুড়ায় সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে ধর্ষণ এবং পরে বিচারের নামে মাসহ মেয়েটির মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় শহর শ্রমিকলীগের আহ্বায়ক তুফান সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) দুপুরে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জেলা শ্রমিকলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল।



এ ব্যাপারে সামছুদ্দিন শেখ হেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবিষ্যতেও যদি কোনও নেতাকর্মী এহেন কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তার বা তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
১৭ জুলাই কলেজে ভর্তির বিষয়ে সাহায্যের নাম করে ভিকটিমকে বাড়িতে ডেকে নিয়ে শহর শ্রমিকলীগের আহ্বায়ক তুফান ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় ভিকটিমটিকেই এ ঘটনার জন্য দায়ী করা হয় এবং বিচারের নামে মাসহ ভিকটিমের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এরপর ভিকটিম ও তার মাকে এলাকা ছাড়া করার জন্য এসিড মারার হুমকিও দেওয়া হয়। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তাদের চুল কেটে দিলে নির্যাতনের শিকার ওই মা-মেয়ে থানায় মামলা করেন। এরপর শুক্রবার রাতেই চারজনকে গ্রেফতার করে পুলিশ।
/এমএ/