শরীয়তপুরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

শরীয়তপুরশরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মাইকেল ফকির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে মালতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইকেল ফকির রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের আমিন ফকিরের ছেলে। নড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি চেয়ারম্যান গাজী মো. জাকির এবং রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দাদন মালতের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শুক্রবার সন্ধ্যার পর দাদন মালতের এক সমর্থকের সঙ্গে জাকির গাজীর সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত আটটার দিকে উভয়পক্ষই ব্যাপক বোমা ও গুলির বিস্ফোরণ ঘটিয়ে শক্তি প্রদর্শন করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বোমার আঘাতে দাদন মালতের সমর্থক মাইকেল ফকির ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ ও বোমার আঘাতে আহত হয়েছে। 
নড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষে মাইকেল নামের একজন মারা গেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
/এসএমএ/