চুয়াডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণের গহনাসহ একজন আটক

আড়াই কেজি স্বর্ণের গহনাসহ আটক সেন্টু শেখ (ছবি-প্রতিনিধি)

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে আড়াই কেজি স্বর্ণের গহনাসহ শনিবার (১২ আগস্ট) সকালে সেন্টু শেখ (৩২) নামের একজনকে আটক করেছে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লুতফুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জীবননগরের উথলী মোল্লাবাড়ি হটাৎপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে সেন্টুকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৪ হাজার ৬৯০ টাকা। আটককৃত সেন্টু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মৃত মজনু শেখের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুতফুন কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা নাস্তিপর সীমান্ত থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানের গতিরোধ করেন সুলতানপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার তোতা মিয়া। এরপর ভ্যানের নিচে তল্লাশি চালিয়ে ৪টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ৪শ’ ৪১ দশমিক ২ গ্রাম স্বর্ণের গহনা উদ্ধার  করা হয়।  এসময় সেন্টু শেখ কে আটক করে বিজিবি।

/এএইচ/