ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২৬৬ জন গ্রেফতার

ঝিনাইদহঝিনাইদহে সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় জেলার ছয় উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৬৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে সদর থানা থেকে ১১৫ জন, হরিণাকুন্ডু থেকে ১১ জন, শৈলকুপা ১০৯ জন, কালিগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ১১ জন ও কোটচাঁদপুর থানা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। 

মহেশপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার 

মহেশপুর উপজেলার বজরাপুর জামতলা এলাকা থেকে রমজাদ আলী (৪০) নামের এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। মহেশপুর উপজেলার যাদবপুর ক্যাম্প পাড়ার এয়াকুব আলীর ছেলে রমজান।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, ভোরে মহেশপুর থানার এস আই সাইফুল ইসলাম ফোর্স নিয়ে বজরাপুর জামতলা থেকে রমজান আলীকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে একটি সর্টারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

/এসএমএ/