সিরাজগঞ্জে যমুনার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত

বন্যা পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাউজানের পানি বাড়ায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারো বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টায় যমুনার পানি  ২৪ সেন্টিমিটার  বেড়ে শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিপদ সীমার (১৩ দশমিক ৩৫ মিটার) ২৮ সেন্টিমিটার  ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ-এর সেকশন অফিসার রনজিৎ কুমার সরকার জানান, উজানের পানি বাড়ায় শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, পানি আরও ৩/৪ দিন বাড়ার সম্ভাবনা রয়েছে। যে হারে পানি বাড়ছে, তাতে গতবারের চেয়ে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।তবে এখনও জেলার বাঁধের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, বন্যার প্রারম্ভিক পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় পাউবো’র কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বলে পাউবো সূত্রে জানা গেছে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে ওই সভায় পাউবো’র বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, স্থানীয় নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, উপ-বিভাগীয় প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সিরাজগঞ্জে এখনও সেভাবে বন্যা শুরু হয়নি।

/এপিএইচ/