‘ভারত থেকে নেমে আসা পানিতেই প্লাবিত হিলি স্থলবন্দর এলাকা’

হিলি স্থলবন্দর এলাকা পরিদর্শন করছেন সংসদ সদস্য শিবলী সাদিকটানা বৃষ্টিপাত নয়, ভারত থেকে নেমে আসা পানির ঢলেই হিলি স্থলবন্দর ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। রবিবার (১৩ আগস্ট) বিকালে হিলি স্থলবন্দরসহ আশপাশের প্লাবিত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘হাকিমপুর পৌরসভার অধীনে এই এলাকার পানি নিষ্কাশনের জন্য এরই মধ্যে বড় ধরনের একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। ফলে এখানে আগের মতো আর জলাবদ্ধতা নেই। এই ড্রেনেজ ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে আমরা শিগগিরই পরিকল্পনা নিচ্ছি।’
সংসদ সদস্য আরও বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় ১০ থেকে ১৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় বাড়িতেই রয়েছে। তাদের চিকিৎসা-খাবারসহ সব ধরনের সমর্থন দেওয়া হচ্ছে। হঠাৎ করে আসা বন্যায় যেন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে না হয়, তার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।’
শিবলী সাদিক বলেন, ‘হিলি স্থলবন্দরের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এগুলোর জন্য ৫০ থেকে একশ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে হিলি স্থলবন্দর এলকায় আর কোনও ধরনের জলাবদ্ধতা থাকবে না। আশা করছি, আগামী এক বছরের মধ্যে হিলি স্থলবন্দরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোরও সমাধান হয়ে যাবে।’
ভারত থেকে নেমে আসা পানির ঢলের প্রসঙ্গ উল্লেখ করে সংসদ সদস্য শিবলী বলেন, ‘ভারতের পানি থেকে নিজেদের রক্ষা করার মতো কোনও ব্যবস্থা আমাদের নেই। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিশেষ করে রেললাইনের কাছে যে ব্রিজ আছে, সেখানে একটি স্লুইজ গেট নির্মাণ করা গেলে ভারতের ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস।’
এসময় সংসদ সদস্যের সঙ্গে বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

জামালপুরে পানিবন্দি ৫০ হাজার মানুষ

টানা বৃষ্টিতে হিলি স্থলবন্দরের কার্যক্রম স্থবির, পানিবন্দি ১৪ হাজার মানুষ

/টিআর/