সারিয়াকান্দিতে বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা

বন্যার পানিতে ডুবে যাওয়া বাড়িঘর (ছবি-প্রতিনিধি)

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যাও। রবিবার (১৩ আগস্ট) উপজেলার ৯ ইউনিয়নে ৩০ হাজারও মানুষ পানিবন্দি ছিলেন। সোমবার (১৪ আগস্ট) এ সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে।

সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, সোমবার সকাল পর্যন্ত কালিতলা হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি ২৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দেওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধও হুমকির মুখে পড়েছে। এদিকে, ৯ ইউনিয়নে পানিবন্দি মানুষের সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে।

সূত্র আরও জানায়, পানিবন্দি মানুষের অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানি উন্নয়ন বোর্ডের ২৬৫ কোটি টাকার যমুনার তীর সংরক্ষণের কাজ ব্যাহত হচ্ছে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দিয়েছে। এতে এ বাঁধও হুমকির মুখে পড়েছে। ওইসব পয়েন্টে জরুরিভাবে পাইলিং করা হচ্ছে।

বসতঘর ডুবে যাওয়ায় মালামাল সরিয়ে নিচ্ছে একটি পরিবার (ছবি-প্রতিনিধি)

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, ৯ হাজার ৫০ জন কৃষকের ৫৫০ হেক্টর আউশ, ৯৫০ হেক্টর রোপা আমন, ২০ হেক্টর বীজতলাসহ ১ হাজার ৫২০ হেক্টর ফসলি জমি বন্যায় তলিয়ে গেছে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বন্যার পানি প্রবেশ করায় ইতোমধ্যেই ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে ৬টি মাধ্যমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম আরও বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। আপাতত ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে।’

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘পানি যত বাড়বে, তত বাড়বে বাঁধ ভাঙার ঝুঁকি। বিভিন্ন পয়েন্টে র‌্যাটহোল দেখা দিয়েছে; ওই সব পয়েন্টে ইমার্জেন্সি কাজ চলছে।’

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে দুই হাজার এবং সোনাতলার তেকানি চুকাইনগর, পাকুল্যা ও মধুপুর ইউনিয়নে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

/এমএ/