নওগাঁর বাণিজ্যিক এলাকায় যমুনার পানি প্রবেশ

নওগাঁনওগাঁর ছোট যমুনা নদীর পানি বেড়ে শহরের বাণিজ্যিক এলাকায় প্রবেশ করছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর ওষুধ পট্টি, কাপড় পট্টি, ব্রিজ মোড়, সুপারি পট্টি, কালিতলা, সুলতানপুর, আলুপট্টি এলাকায় পানি প্রবেশ করেছে।

শহরের ব্রিজ মোড় এলাকার পাইকারি  ব্যবসায়ী মজিবর রহমান  জানান, আমার দোকানের ভেতরে পানি প্রবেশ করায় ব্যপক ক্ষতি হবে। প্রতি বছর বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ এলেও নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কোনও সংস্কার কাজ করে না।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বাঁধ সংস্কার করা হয় না এমন অভিযোগ সঠিক না। আউটলেট-ইনলেটগুলো যথাযথ নকশা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তৈরি করা হয়েছে। তবে বর্তমানে এগুলোতে কিছু ত্রুটি-বিচ্যুতি দেখা দিয়েছে। যা আগামীতে সংস্কার করা হবে।

/এসএনএইচ/