নওগাঁয় বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

নওগাঁয় পানিবন্দি একটি এলাকা (ফাইল ছবি)

নওগাঁয় বন্যার পানিতে ডুবে মো. আজিজার রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে বিলে কাজ করার সময় আজিজার নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার (১৭ আগস্ট) তার লাশ উদ্ধার করা হয়। নওগাঁ ফায়ার সার্ভিস ডিফেন্সের উপ-সহ পরিচালক একেএম মোরশেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজিজার রহমান মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের আলীদেওনা গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার বিকালে পাশের বিলে কাজ করার সময় আজিজার নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আজ (বৃহস্পতিবার) বিকালে বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

একেএম মোরশেদ জানান, বন্যার পানিতে ডুবেই আজিজারের মৃত্যু হয়েছে। উদ্ধারের পর তার লাশ মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএ/