এবার পঞ্চগড়ের স্কুলে ‘সততা স্টোর’

সততা স্টোরে শিক্ষার্থীরা (ছবি- প্রতিনিধি)

দোকানের তাকে সাজানো রয়েছে নানান জিনিসপত্র। দেয়ালে টাঙানো আছে পণ্যগুলোর দামের তালিকাও। তবে এ দোকানে নেই কোনও দোকানি! তবু সওদাপাতি নিয়ে চুপচাপ কেটে পড়ছেন না কেউ-ই; তালিকা দেখে দামটা ঠিকই রেখে যাচ্ছে তাকের ড্রয়ারে। কারণ, এ দোকানের নাম ‘সততা স্টোর’। শিক্ষার্থীদের সততা অনুশীলনের সুযোগ করে দিতে দোকানটি খোলা হয়েছে এবার পঞ্চগড় সদরের মাঘই পানিমাছ পুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে।

দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উদ্যোগে এ দোকান চালু করা হয়েছে। প্রধান অতিথি থেকে বুধবার (১৬ আগস্ট) বিকালে এটি উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ওয়াদুদ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. গোলজার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান মুছা কলিমুল্লাহ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জেকের।

সততা স্টোর উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ওয়াদুদ (ছবি- প্রতিনিধি)

অনুষ্ঠানে সততা সংঘের তত্বাবধায়ক হালিম রানা বলেন, ‘দুর্নীতি দমন কমিশন শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা প্রোথিত করার লক্ষে সততা শিক্ষা ও চর্চার এ উদ্যোগ নিয়েছে।’

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতারুন নাহার বলেন, ‘এ দোকানকে সততার ব্যবহারিক শ্রেণিকক্ষ বলা যেতে পারে। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে এই দোকান থেকে নিজেদের প্রয়োজনীয় যে কোনও পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা। দোকানের চারপাশে তাকে সাজানো আছে কলম, পেনসিল, খাতা, জ্যামিতি বক্স, রাবার, বিস্কুট, চানাচুর, চকলেটসহ বিভিন্ন সামগ্রী। কোনও শিক্ষার্থী যদি দোকানের কোনও পণ্য অতিরিক্ত নেয় বা কেউ টাকা না দেয়, তবে তা দেখার কেউ নেই। এ দোকানের মাধ্যমে সততার পরীক্ষায় শিক্ষার্থীরা পাস করতে পারে কি না, তাই দেখা হবে।’

স্কুল সূত্রে জানা গেছে, প্রতিদিনি স্কুল খোলা পর্যন্ত এই দোকানও খোলা থাকবে। কেবল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এ দোকান থেকে পণ্য কিনতে পারবে। শিক্ষার্থীরা পণ্য কেনার পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের পাশাপাশি ক্লাস ক্যাপ্টেনের সহযোগিতা নিতে পারবে।

/এমএ/