ফরিদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার পরিবার

ফরিদপুরের বন্যা পরিস্থিতি (ফাইল ছবি)

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ফরিদপুরের তিন উপজেলার ১২টি ইউনিয়নের ৮ হাজার ২৩৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুর্গত এলাকার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলার ত্রাণ ও দুর্যোগ অধিদফতরের সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার বেলা ৩টার দিকে ত্রাণ ও দুর্যোগ অধিদফতরের উচ্চমান সহকারী এসএম জাফর ইকবাল বাংলা ট্রিবিউনকে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার ২৩৭টি পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে ১১৮ টন চাল ও ৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। জেলার আড়িয়াল খাঁ, কুমার ও মধুমতি নদীতে পানি বিপদসীমার ওপরে বইছে বলেও জানান তিনি।

তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত তিন দিনে পদ্মা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধির পর আজ (শুক্রবার) আর তীর সংলগ্ন ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সব নিম্ন এলাকার বন্যা পরিস্থতির অবনতি হয়নি। শুক্রবার সকাল ৯টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যার ৬টা পর্যন্ত তা আর বৃদ্ধি পায়নি। ফরিদপুর শহররক্ষা বাঁধ দিয়ে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানায় এ সূত্র।

/এমএ/