যশোরে সন্ত্রাসী হামলায় দুই যুবলীগ নেতা আহত

আহত এক যুবলীগ নেতা
যশোর শহরের মণিহার সিনেমা হল এলাকায় সন্ত্রাসী হামলায় অশোক বোস এবং সেলিম রেজা পলাশ নামের দুই যুবলীগ নেতা আহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। আহত সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস বাংলা ট্রিবিউনকে জানান, আওয়ামী লীগের জেলা সেক্রেটারি শাহীন চাকলাদারের সন্ত্রাসীরা এই হামলা চালায়।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে অশোক বোস, সেলিম রেজাসহ ৭/৮ জন মণিহার এলাকায় বসে ছিলেন। ওইসময় প্রতিপক্ষ গ্রুপের বিপুল, শাহী, জিসানসহ ৪০-৫০ যুবক ধারাল অস্ত্র ও ইট নিয়ে তাদের আক্রমণ করে। সন্ত্রাসীদের আঘাতে অশোক ও সেলিম গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের সার্জারি বিভাগের ডা. আব্দুর রহিম জানান, অশোকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে এবং রক্তাক্ত জখম হয়েছে।  তবে তিনি আশঙ্কামুক্ত। সেলিমের মাথা, হাতসহ বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যশোর সতর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, যুবলীগ নেতা অশোকসহ অন্যরা শনিবার তাদের একটি অনুষ্ঠানের জন্য মঞ্চ বানাচ্ছিলেন। ওইসময় একই দলের প্রতিপক্ষরা সেখানে উপস্থিত হলে দু'পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এতে দুজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।


জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এ ঘটনার জন্যে শাহীন চাকলাদারের আশ্রিত সন্ত্রাসীদের দায়ী করেছেন।
এদিকে যুবলীগ নেতা অশোক ও সেলিমের ওপর হামলার প্রতিবাদে রাত ১২টার দিকে যুবলীগ নেতা-কর্মীরা শহরে মিছিল বের করে। মিছিল থেকে তারা বিপুল, শাহী, জিসানের বিরুদ্ধে স্লোগান দেয়।
/এনআই/

আরও পড়ুন:
ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার