বাগমারায় বন্যায় ভেসে যাওয়া গৃহবধূর লাশ উদ্ধার

 

রাজশাহীরাজশাহীর বাগমারা উপজেলায় বন্যার পানিতে ভেসে যাওয়া জয়নব বিবি (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় শ্মশানঘাঁট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি রমজানপাড়া গ্রামের আবু সাঈদের স্ত্রী।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে রমজানপাড়া গ্রামের বন্যায় ডুবে যাওয়া রাস্তার ওপর দিয়ে হাঁটার সময় পানিতে পড়ে স্রোতে ভেসে যান জয়নব। সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা চেষ্টা চালিয়েও তার সন্ধান পাননি। পরে তাদের সঙ্গে উপজেলা দমকল বাহিনীর ডুবুরিরাও এসে যোগ দেন। তাতেও তার খোঁজ মেলেনি। শুক্রবার (১৮ আগস্ট) সকালে স্থানীয়রা রমজনপাড়া থেকে প্রায় এক কিলোমিটার দূরে শালজোড় শ্মশানঘাঁট এলাকায় একজন নারীর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে তার স্বামী আবু সাঈদ গিয়ে স্ত্রীর লাশটি শনাক্ত করেন।’

/এনআই/

আরও পড়ুন:
বগুড়ায় নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু