নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন (ছবি-প্রতিনিধি)

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। মেলা চলবে ২১ আগস্ট পর্যন্ত। মেলাটির আয়োজন করেছে ‘কিশোর তারুণ্যে বই’ নামের একটি সংগঠন। মেলার  উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম।

তিনি বলেন, ‘বই হচ্ছে আমাদের বন্ধু। জ্ঞান চর্চার সাথে সাথে বই আমাদের মানুষ হতে শেখায়। তাই আমাদের সন্তানদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বই পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে।’ এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব পাঠাগার ও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কিশোর তারুণ্যে বই-এর আহ্বায়ক ও সাংবাদিক তুষার আবদুল্লাহ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য আবদুস সালাম, প্রধান শিক্ষক কমল কান্তি সাহা ও অনুপম প্রকাশনীর কর্ণধার মিলন দে। বই মেলায় ১০ টি প্রকাশনা সংস্থার বিভিন্ন লেখকের বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে অনন্যা প্রকাশনী, অনুপম প্রকাশনী, সময় প্রকাশন, কাকলী প্রকাশনী, ইউপিএল প্রকাশনী ও প্রথমা প্রকাশনী।

/এএইচ/