গাজীপুরে ঝুটের ৮ গুদাম পুড়ে ছাই

পুড়ে ছাই হওয়া এক গুদাম (ছবি- প্রতিনিধি)

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে পুড়ে ঝুটের আট গুদাম ছাই হয়ে গেছে। শনিবার (১৯ আগস্ট) বেলা ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের চারটি ইউনিট। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ (শনিবার) বেলা দুইটার দিকে আব্দুল হালিমের ঝুটের গুদামে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন আব্দুল হালিমের আরও তিনটিসহ পাশের হারুন মিয়ার একটি, আইয়ুব আলীর দুইটি, আলাল মিয়ার একটি এবং দুলাল মিয়ার একটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা (ছবি- প্রতিনিধি)

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আখতারুজ্জামান জানান, আগুনে ওইসব গুদামে থাকা ঝুট ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/এমএ/