লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষে ৩ নেতা আহত

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপির একজন ও স্বেচ্ছাসেবক দলের দুইজনসহ তিন নেতা আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সময় স্থানীয় বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সদর উপজেলা পশ্চিম বিএনপির শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা চৌধুরী  ও স্থানীয় চর রমনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসনাত সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা চৌধুরী ও তার সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে কার্যালয়ের সামনে সোহেল ও তার সমর্থকরা রানাকে মারধর করে। এসময় সংঘর্ষে অন্য দুই নেতা আহত হন।

/এসএমএ/