দিনাজপুরে ভুয়া চিকিৎসক আটক, মেডিক্যাল অফিসার বরখাস্ত

দিনাজপুর

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মাহবুব আলম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আর মাহবুব আলমকে সহযোগিতা করায় ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার ড. রিয়াসাত মাহবুবকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। হাসপাতালটির পরিচালক ড. সারওয়ার জাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে বসে রোগী দেখে আসছিলেন মাহবুব আলম। আর এ কাজে তাকে সহযোগিতা করতেন ড. রিয়াসাত মাহবুব। ব্যবস্থাপত্রে মাহবুব আলম নির্দিষ্ট কিছু ডাগনেস্টিক সেন্টারের নাম উল্লেখ করতেন। শনিবার দুপুরে তাদের দুইজনকে হাতেনাতে ধরেন হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। পরে তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।  

হাসপাতালের পরিচালক ড. সারওয়ার জাহান জানান, এ ঘটনার তদন্তে হাসপাতালের সহকারী পরিচালক ড. সরল চন্দ্র রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

/এমএ/