ভারতীয় গরু আমদানির প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

জাবিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ছবি-প্রতিনিধি)

দেশে চাহিদার চেয়ে বেশি গবাদিপশু রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এখন গবাদিপশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তাই ঈদে গবাদিপশুর চাহিদা পূরণে ভারত থেকে গরু আমদানির প্রয়োজন নেই। বাইরে থেকে গরু আসলে দেশীয় উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।’

রবিবার (২০ আগস্ট) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আমার সভা ছিল। সেখানে জেনেছি, আমাদের চাহিদার থেকে বেশি গবাদিপশু রয়েছে। তাই আমদানির প্রয়োজন নেই। সভায় চামড়ার দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাভারে ৭০টির মতো ট্যানারি কারখানা পূর্ণ উদ্যোমে কাজ শুরু করেছে। এ মাসের মধ্যে হয়তো এ সংখ্যা একশ’-তে উন্নীত হবে। তাই কোনও সংকট হবে না।’

বন্যার কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ব্যাপারে মন্ত্রী বলেন, ‘উৎপাদন না হওয়ায় দুই-একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছিল। পেয়াজের দাম কমতে শুরু করেছে। চালের দাম বেড়েছিল। শুল্ক বাতিল করায় চাল আমদানি অব্যাহত রয়েছে। ফলে দাম স্বাভাবিক হতে শুরু করেছে। শেখ হাসিনার শাসনামলে দ্রব্যমূল্যের দাম ক্রয়ক্ষমতার রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, সফলও হয়েছি।’

/এমএ/