বরিশালে মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বরিশালে মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনবরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২২ আগস্ট) সকাল ১০টায় বরিশালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। এতে বাস মালিক, শ্রমিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নে

কর্মসূচি বলাকালে জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন,তিন মাসের বেশি সময় ধরে বরিশালের জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক যান চলচলে অনুপযোগী অবস্থায় রয়েছে। এই সড়কে গাড়ি চালাতে গিয়ে গাড়ি বিকল হয়ে দুর্ঘটনা বেড়েছে

বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, মহাসড়কের ভাঙ্গা অংশ ঈদের আগে মেরামত করা না হলে ২৪ আগস্ট বেলা ১১টায় প্রতীকী সড়ক অবরোধ ও ২৭ আগস্ট সড়ক ভবন ঘেড়াও করা হবে। এতে কাজ না হলে ঈদের এক সপ্তাহ পর অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে

 

/এসএমএ/

বরিশালে মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন