টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকালে ডুবাইল ইউনিয়নের বাথুলী গ্রামে ও রবিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের জালালিয়া গ্রামে এ দুই ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ডুবাইল ইউনিয়নের বাথুলী গ্রামের সাকিম উদ্দিন (৫৫) এবং সদর ইউনিয়নের জালালিয়া গ্রামের নেওয়াজ আলী মিয়া (৫০) ও তার স্ত্রী নাজমা বেগম (৪০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার বিকালে বাথুলী গ্রামের লৌহজং নদীতে গোসল করতে নেমে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সাকিম উদ্দিনের মৃত্যু হয়। আর এর আগের দিন রবিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের জালালিয়া গ্রামের পাশের আলসা বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে নেওয়াজ আলী মিয়া ও তার স্ত্রী নাজমা বেগমের মৃত্যু হয়।