হিলিতে লক্ষ্যমাত্রার বেশি চাল সংগ্রহ

 

হিলিদিনাজপুরের হিলি এলএসডি খাদ্য গুদামে চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাল সংগ্রহ করা হয়েছে। চলতি বছরে হিলি থেকে আতপ ও সিদ্ধসহ ৩৯২ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৩০ টন সংগ্রহ করা হয়েছে। হিলি এলএসডি সরকারি খাদ্যগুদাম কর্মকর্তা মো. খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২ মে থেকে চলতি ইরি বোরো মৌসুমে সরকারিভাবে চাল ক্রয় সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়। সে মোতাবেক হাকিমপুর উপজেলায় ৩৯২ টন চাল ক্রয়ের বরাদ্দ পেয়েছি। যার মধ্যে ৩২৪ টন সিদ্ধ চাল। যার প্রতি কেজি চালের সরকারি মূল্য নির্ধারণ করা হয় ৩৪ টাকা। ৬৮ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যার প্রতি কেজি চাল ৩৩ টাকা মূল্য নির্ধারণ করা হয়।

আরও পড়ুন:
ঠাকুরগাঁওয়ে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি